শহর কলকাতায় লুট আড়াই কোটি টাকা!‌ কীভাবে জানুন ক্লিক করে

জাতীয়

কলকাতায় দিনেদুপুরে ডাকাতি!‌ লুট হয়ে গেল আড়াই কোটি টাকা। জানা গেছে ট্যাক্সি থেকে গায়েব হয়ে গেছে বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার আড়াই কোটি টাকা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ এন্টালির ফিলিপস মোড়ের কাছে ট্যাক্সি থেকে নগদ লুট করা হয়। দুষ্কৃতীরা বেপাত্তা। তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, এস এন ব্যানার্জি রোডের উপর বিদেশি মুদ্রা বিনিময়ের অফিস থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা নগদ নিয়ে রওনা হয়েছিলেন দুই কর্মী। গন্তব্য ছিল পার্ক সার্কাসের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। সেখানে টাকা জমা করার কথা ছিল। অফিসের সামনে থেকেই ট্যাক্সি ধরেন তাঁরা। ফিলিপস মোড়ের কাছে আচমকা গাড়িতে চড়ে বসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ট্যাক্সিচালককে গাড়িটি কামারডাঙার দিকে নিয়ে যেতে বলে। সেখানে গাড়ি থামিয়ে ডিকিতে থাকা আড়াই কোটির বেশি নগদ নিয়ে চম্পট দেয়।

থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। যদিও দুষ্কৃতীরা এখনও অধরা। জানা গেছে, ট্যাক্সিতে ওঠার পরেই ভয় দেখিয়ে এক প্রকার জোর করেই চালককে কামারডাঙায় একটি নির্জন গলিতে ট্যাক্সিটি নিয়ে যেতে বাধ্য করেন দুষ্কৃতীরা। ওই নির্জন স্থানে আগে থেকে আরও কয়েকজন অপেক্ষা করছিলেন বলে দাবি অভিযোগকারীদের। ট্যাক্সি ওই এলাকায় পৌঁছানোর পর তাঁদের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ দুষ্কৃতীরা হাতিয়ে নেন বলে অভিযোগ।
ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়েনি। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *