ভারতের বিরুদ্ধে অভিযানে সাফল্য: “বুনইয়ান-উন-মারসুস”কে ঐতিহাসিক মুহূর্ত বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
শিয়ালকোট, ১৪ মে:
ভারতের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান “বুনইয়ান-উন-মারসুস”-এর সাফল্যকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অভিযানে অংশগ্রহণকারী সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।
শেহবাজ শরিফ বলেন, “ইতিহাস সাক্ষী থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিখুঁত ও দৃঢ় জবাব দিয়েছে।” তিনি দাবি করেন, ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার, সেনাপ্রধান, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সেনাদের উদ্দেশে শেহবাজ বলেন, “জাতির অটল সংকল্পে বলীয়ান আমাদের সশস্ত্র বাহিনী বীরত্বের সঙ্গে মাতৃভূমিকে রক্ষা করেছে এবং শত্রুর নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে কঠিন পাল্টা জবাব দিয়েছে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেহবাজ বলেন, “বিশ্ব জানে ১৯৭১ সালে কে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।” তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডে নরেন্দ্র মোদির প্রশ্রয় রয়েছে।
“পাকিস্তান শান্তি চায়, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা মনে করলে ভুল করবেন,”—বলেও হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।