সৌদিতে ওয়েইসি, ব্রাজ়িলে তারুর! বাংলারও দু’জন কেন্দ্রের ৫৯ জনের প্রতিনিধিদলে, কাকে কোন দেশে পাঠাচ্ছেন মোদী

Uncategorized

‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। সাত দলে মোট ৫৯ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ। এ ছাড়া কয়েকজন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র। তাঁরা মোট ৩২টি দেশে ঘুরবেন। যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরেও। এই ৫৯ জনের প্রতিনিধিদলের মধ্যে বাংলার দু’জন সাংসদ রয়েছেন। কে কোন দলের সঙ্গে কোন দেশে যাবেন, সরকার তার তালিকা প্রকাশ করেছে।

সাতটি প্রতিনিধিদলের নেতাদের নাম শনিবারই ঘোষণা করেছিল কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক। ওই সাত দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। তাঁদের অধীনে প্রতিনিধিদলে পাঁচ থেকে ছ’জন করে সদস্য থাকছেন। বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে এই দলে রাখা হয়েছে। ইউসুফ আছেন সঞ্জয়কুমারের দলে। শমীককে রাখা হয়েছে রবিশঙ্করের দলে। লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল এই দলে যোগ দেওয়ার জন্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *