বালোচিস্তানে স্কুলবাসে আত্মঘাতী বিস্ফোরণ: ৩ শিশুসহ নি’হ’ত ৫, আ’হ’ত অন্তত ৩৮
পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কেঁপে উঠল খুজদার জেলা। সেনা পরিচালিত এক স্কুলের উদ্দেশ্যে যাওয়া একটি স্কুলবাসে বুধবার সকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে, যাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ৩ শিশুসহ মোট ৫ জন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাচ্চাদের নিয়ে যাওয়া স্কুলবাসটি যখন খুজদার জেলায় সেনা স্কুলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই একটি বিস্ফোরকবোঝাই গাড়ি এসে বাসটিকে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার না করলেও, সন্দেহের তীর বিদ্রোহী সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-র দিকে। এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানি সেনা ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
খুজদারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটা ও করাচিতে স্থানান্তর করা হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“নিরীহ শিশুদের হত্যা করে যারা, তারা পশুর চেয়েও জঘন্য। এমন নৃশংস কাজকারীদের কোনো রকম ছাড় দেওয়া উচিত নয়।”
তিনি শিশুদের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, হামলার পরপরই পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।