পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা হিসেবে পকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। পাশাপাশি ভারতের সুপরিকল্পিত আঘাতে একের পর এক পাক শহরে গুঁড়িয়ে গিয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, বায়ুসেনা ঘাঁটি ও অন্যান্য স্থাপনা। পাশাপাশি, পাকিস্তানের দিক থেকে আসা একের পর এক মিসাইল, ড্রোনকে আকাশেই ধ্বংস করেছে ভারতের এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। এবার বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য়।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তারা এএনআই সূত্রে বলছে পাকিস্তানের আকাশে ভারতীয় বায়ুসেনা পাঠিয়েছিল ডামি ফাইটার জেট। ওই চালকবিহীন ডামি ফাইটার জেটই পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে অচল করে দিয়েছিল।
গত ৯-১০ মে রাত্রে ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ ১২টি এয়ার বেসের মধ্যে ১১টিতে আক্রমণ করে।
ওইসব টার্গেটে আঘাত হানার আগে ভারত পাকি আকাশে পাঠিয়েছিল চালকবিহীন ডামি ফাইটার জেট। ওইসব স্বয়ংক্রিয় বিমানকে ফাইটার হিসেবে সাজিয়ে তোলা হয়েছিল। ওই ডামি বিমান পাক আকাশে প্রবেশ করতেই পাকিস্তান সেনা তাদের HQ 9 মিসাইল সিস্টেম অ্য়াক্টিভেট করে। আর তাতেই তাদের অবস্থান ভারত চিহ্নিত করে ফলে। তার পরেই ওইসব জায়গায় নিখুঁত নিশানায় আঘাত হানে ভারতের মিসাইল।
গত ৯-১০ মে রাত্রে ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ ১২টি এয়ার বেসের মধ্যে ১১টিতে আক্রমণ করে। ওইসব টার্গেটে আঘাত হানার আগে ভারত পাকি আকাশে পাঠিয়েছিল চালকবিহীন ডামি ফাইটার জেট। ওইসব স্বয়ংক্রিয় বিমানকে ফাইটার হিসেবে সাজিয়ে তোলা হয়েছিল। ওই ডামি বিমান পাক আকাশে প্রবেশ করতেই পাকিস্তান সেনা তাদের HQ 9 মিসাইল সিস্টেম অ্য়াক্টিভেট করে। আর তাতেই তাদের অবস্থান ভারত চিহ্নিত করে ফলে। তার পরেই ওইসব জায়গায় নিখুঁত নিশানায় আঘাত হানে ভারতের মিসাইল।
ভারতের ওই কৌশলে পরে পকিস্তান তার সবকটি HQ 9 মিসাইল ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে ফেলেই বিপদ ডেকে আনে। ভারত ওইসব সিস্টেম ডিটেক্ট করে ফেলে ঘাত হানতে শুরু করে। পাকিস্তানের লক্ষ্যবস্তুগুলিতে একের পর এক উড়ে গিয়ে পড়তে থাকে ব্রহ্মস ও স্ক্যালপ মিসাইল। সূত্রের খবর, কমপক্ষে ১৫টি মিসাইল আঘাত হানে ওইসব লক্ষ্যবস্তুতে।
ওই আঘাতেই পাকিস্তানের এয়ারস্ট্রিপ, হ্যাঙ্গার, যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। পাশাপাশি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ও শক্তিশালী ড্রোন ধ্বংস করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রীক সূত্রে খবর, এই প্রথম ব্রহম্স মিসাইল ব্যবহার করা হল।