পাকিস্তান হিংসাত্মক দেশ নয়। তারা হিংসা চায় না। বরং পাকিস্তান শান্তি চায় এবং শান্তি স্থাপনই তাদের প্রধান উদ্দেশ্য। এমনটাই দাবি করলেন সে দেশের সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি। তিনি এ-ও দাবি করেন, পাকিস্তানের মানুষের মনোভাব আমেরিকা ভাল বুঝতে পারে।
একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন আইএসপিআর প্রধান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তা উল্লেখ করে তাঁর বক্তব্য প্রকাশ করেছে। ভারত-পাক সংঘর্ষ এবং সংঘর্ষবিরতির প্রসঙ্গে প্রশ্ন করা হলে আহমেদ বলেন, ‘‘আমরা হিংসাত্মক দেশ নই। আমরা সিরিয়াস দেশ। আমরা শান্তি চাই। শান্তি স্থাপনই আমাদের প্রধান লক্ষ্য।’’ আমেরিকার প্রসঙ্গ তুলে এর পর তিনি বলেন, ‘‘পাকিস্তানের মানুষের মনোভাব কী, আমেরিকার মতো মহান এবং সংবেদনশীল দেশই তা ভাল বুঝতে পারে।’’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাতে পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। পাকিস্তান প্রথম থেকেই দাবি করে এসেছে, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। তারা এর নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চায়। পাকিস্তানের বিরুদ্ধে গত ৬ মে মধ্যরাতে প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। সে দেশের অভ্যন্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। টানা চার দিন দুই দেশের সংঘাতে উত্তপ্ত থেকেছে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা। অবশেষে গত ১০ মে ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস্ (ডিজিএমও) ‘হটলাইনে’ কথা বলেন এবং সংঘর্ষবিরতিতে সম্মত হন। আইএসপিআর প্রধানের দাবি, তাঁরা শান্তি চান বলেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির কথা সমাজমাধ্যমে প্রথম প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যস্থতায় তিনি কৃতিত্বও দাবি করেন। পরে ভারতের বিদেশসচিব জানান, ডিজিএমও-দের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘর্ষবিরতির পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বার্তা দেওয়ার জন্য দেশে দেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত। সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল গঠনও করা হয়েছে। বিভিন্ন দেশে ভারতের বার্তা পৌঁছে দেবে তারা। যাবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও। একই ভাবে পাকিস্তানও বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।