স্বস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের, আইপিএল নিয়ে সুর কিছুটা নরম করল দক্ষিণ আফ্রিকা

খেলা

আইপিএল নিয়ে স্বস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। স্বস্তি আইপিএলের দলগুলির। সুর কিছুটা নরম করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আইপিএলের নতুন সূচি অনুযায়ী বাড়তি কয়েক দিনের জন্য ক্রিকেটারদের ছাড়ার ইঙ্গিত দিয়েছে তারা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম তারা ফাইনালে উঠেছে। স্বভাবতই এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সিএসএ কর্তারা। তাই আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ মে-র পর ক্রিকেটারদের ভারতে থাকার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না দক্ষিণ আফ্রিকার কর্তারা। ৩১ মে-র মধ্যে টেস্ট দলকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা।

 

বিসিসিআই অবশ্য হাল ছাড়েনি। ভারতীয় বোর্ডের কর্তারা নানা ভাবে সিএসএ কর্তাদের বোঝানোর চেষ্টা করেন। ফাইনালে ওঠা দু’টি দলে দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার না থাকলে ২ জুনের মধ্যে সবাইকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শুধু ফাইনালের ক্রিকেটারদের ৪ জুন সরাসরি লন্ডনে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। বিসিসিআইয়ের অনুরোধের প্রেক্ষিতে সুর কিছুটা নরম করলেও সিএসএ এখনও সিদ্ধান্ত জানায়নি।

 

আইপিএল খেলছেন এমন আট জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে রয়েছেন। সিএসএর ডিরেক্টর অফ ক্রিকেট এনোক এনকওয়ে বলেছেন, ‘‘টেস্ট দলের ক্রিকেটারদের আমরা ২৬ মে-র মধ্যে ফেরত চাই। এটাই আমাদের সিদ্ধান্ত। তবে দু’দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’’ যদিও তিনি বলেছেন, ‘‘৩১ মে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আমাদের প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে ৩ জুন করা হয়েছে। আপাতত শুধু এটুকু বদল হয়েছে। দু’দেশের বোর্ডের কর্তাদের আলোচনা চলছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’’

 

এনকওয়ে সরাসরি কিছু না বললেও, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পাওয়ার আশা তৈরি হয়েছে। প্রস্তুতি শুরুর দিন পিছিয়ে যাওয়া থেকেই এই ধারণা করা হচ্ছে। তবে ফাইনাল নিয়ে চিন্তা থাকছেই আইপিএলের দলগুলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *